উদ্যোক্তাদের খবরটপ নিউজনারী ও শিশু

অনুষ্ঠিত হয়ে গেলো নারী উদ্যোক্তার খোঁজে গ্রুপের চট্রগ্রাম বিভাগীয় মিটাপ

স্টাফ রিপোর্টার :: আজ ২৮ শে বৃহস্পতিবার আগস্ট দামপাড়া ওয়াসা মোড় একটু রেস্টুরেন্টে সীমিত পরিসরে বিভাগীয় মিটাপের আয়োজন করা হয় নারী উদ্যোক্তার খোঁজে গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আসাদুজ্জামান দূর্জয়, সভাপতি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটি ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তার খোঁজে গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন উর্মি রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তার খোঁজে গ্রুপের মডারেটর জহির জয়, রোজিনা হোসেন (চট্রগ্রাম বিভাগীয় মিটআপ কোঅর্ডিনেটর) এবং সিমা দাশ। 
এই মিটআপ এর এর উদ্দেশ্য ছিলো স্থানীয় উদ্যোগতাদের মাঝে পরিচিতি বাড়ানো যাতে একসাথে কাজ করে এগিয়ে যেতে পারে সবাই। 
এ ধরনের মিটাপগুলো নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে স্বক্রিয় ভূমিকা রাখে। গ্রুপের ফাউন্ডার উর্মি রহমান বলেন, আমাদের ইচ্ছাশক্তি আমাদের এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় সহায়ক ভূমিকা রাখে।
তাই নিজের মনে মূলমন্ত্র আত্মস্থ করা প্রয়োজন আমরাই পারি, আমরাই পারব। মিটআপে অংশগ্রহন করতে পেরে চট্টগ্রামের মেম্বাররা খুবই আনন্দিত ছিলেন। তারা বলেন এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, এর মাধ্যমে তারা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন।
মিটআপ সফল করার জন্য প্রধান অতিথি এ্যাড আসাদুজ্জামান দূর্জয় সব মেম্বারদের ধন্যবাদ দেন এবং তিনি আশা করেন এভাবেই ভবিস্যতে সবাই একসাথে কাজ করবে এবং অনুষ্ঠান ঠিক ভাবে আয়োজন করার জন্য ঝুমা হোসেনকে ধন্যবাদ দেন। উক্ত অনুষ্ঠানে মিডিয়া স্পন্সর ছিলো দ্যা সিটিজেন টাইম ডট কম।
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close