ঈদ পোশাকে বাঙালি’র আয়োজন
স্টাফ রিপোর্টার :: আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে পোশাকের নতুন সংগ্রহ নিয়ে ‘বাঙালি’ কার্যক্রম শুরু করেছে। কোভিড-১৯ এর এ প্রাদুর্ভাবের সময়, সব স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে বাঙালি’র ফেসবুক পেজ এবং গ্রুপে পাওয়া যাচ্ছে ঈদের পোশাকের নতুন সংগ্রহ।
ঢাকাসহ সারা দেশে অনলাইনের মাধ্যমে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালি’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে ঈদের পছন্দের পোশাক।
বাঙালি’র ঈদুল আজহার এবারের আয়োজনে এক্সক্লুসিভ শাড়ি, খেস শাড়ী, রেডিমেড স্লাব কটনের কূর্তি, ওড়না, ব্লাউজ পিছ হাতে কাজের,হাতের নকশী থ্রিপিছ এর কালেকশন।
বাঙালি’র নিজস্ব ফেসবুক পেজ ( www.facebook.com/bangalis.bd) এবং থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে এ ক্রান্তি লগ্নে হোম ডেলিভারি পেতে পারেন।
এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।