একজন শাপলা রহমান
স্টাফ রিপোর্টার :: শাপলা রহমান জীবনের শুরু বিভিন্ন রকম উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তন্মধ্যে একটি উদ্যোগ হলো টেইলারিং কোর্স করানো।
তিনি নিজের উদ্যোগে অনেক নারীকেই স্বাবলম্বী করেছেন। সন্তান এবং সংসারের পেছনে সময় দিতে গিয়ে নিজের এই উদ্যোগ থেকে কিছু টা সময় দূরে থেকেছেন।
এখন সময় এসেছে নতুন করে এই কাজে ফিরে আসার। তিনি নারী উদ্যোক্তা খোঁজে গ্রুপের মাধ্যমে এপ্রিল মে দুই মাস ফ্রী টেইলরিং ক্লাস করিয়েছেন। তাঁর এই উদ্যোগ অনেক নারীকে বাসায় বসে কিছু করার জন্য আগ্রহী করে তুলেছে।
বর্তমানে তিনি নারী উদ্যোক্তা গ্রুপের একজন এডমিন এবং নিয়মিত সদস্য। সকল সদস্যরা তাদের আন্টিকে অনেক ভালোবাসে।তিনি কাজ শেখাতে কখনই কার্পণ্য করেন না। গ্রুপের সদস্যরা জানান আন্টির এই বয়সে কাজের স্পৃহা দেখে আমরা আমাদের উদ্দীপনা খুঁজে পাই।

আন্টির লাইভগুলো অসাধারণ হয়।মনেই হয় না অনলাইনে শিখছি।মনে হয় যেন আন্টি পাশে বসেই শিখাচ্ছেন। আসলেই শাপলা রহমান একজন সফল উদ্যোক্তা যার শিক্ষার্থীরা তাঁর শিক্ষার মূল্যায়ন করছে এভাবেই।
একজন উদ্যোক্তা হিসেবে তিনি যেমন সফল ঠিক তেমনি মা হিসেবেও তাঁর ভূমিকা অসাধারণ। দুই কন্যা সন্তানের জননী শাপলা রহমানের দুইজন কন্যা ও উদ্যোক্তা হয়ে গড়ে উঠেছেন।
তাঁর দুই কন্যা উর্মি রহমান এবং অদিতি হাফিজ শর্মী নিজের যোগ্যতায় হাজারো উদ্যোক্তার প্রতি সহযোগীতার হাত বাড়াতে সর্বদা প্রস্তুত।