করোনা আপডেটজাতীয়টপ নিউজ

দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ২৫২০

স্টাফ রিপোর্টার :: দেশে করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন।

শনিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

করোনায় দেশে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জন।

তাদের মধ্যে পুরুষ ২ হাজার ২৬৬ জন এবং নারী ৬০৮ জন।

আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৪৪৬টি।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১ হাজার ৪৮০টি।

নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ।

আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০ দশমিক ০৮ শতাংশ।

নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং নয়জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩০ শতাংশ।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন।

সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close