করোনা আপডেটজাতীয়টপ নিউজ

করোনাভাইরাসে দেশে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, মৃত ব্যক্তির বয়স প্রায় ৭০। তিনি কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হলো। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের দেহে করোনাভাইরাস পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ফ্লোরা।

দেশে বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর আগে সোমবার করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যুর কথা জানানো হয়।

বিশ্বব্যাপী প্রাণঘাতী এ ভাইরাসে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৮৪২ জন। এরমধ্যে ২ লাখ ৬০ হাজার ২৬৮ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ১২ হাজার ৬২ জনের অবস্থা আশংকাজনক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close