উদ্যোক্তাদের খবরটপ নিউজনারী ও শিশু

নতুনদের নিয়ে নতুন ভাবনা উদ্যোক্তার দরজার সূচনা

 স্টাফ রিপোর্টার :: ‘আমরাই পারি, আমরাই পারবো!’ এই শ্লোগান নিয়ে বুধবার (১ জুলাই) বিকাল ৪.৪৫টায় ‘উদ্দ্যােক্তার দরজা’ তৈরি মাস ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এডমিন উর্মী রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন এড. আসাদুজ্জামান দূর্জয়, বিশেষ অতিথি হিসাবে থাকবেন শাপলা রহমান, অদিতি হাফিজ শর্মী, রোজিনা হোসেন, ফেরদৌসী নিসা, প্রিতী ঘোষ নীলা এবং প্রশিক্ষন সমন্বয় করবেন IS OF WE গ্রুপের মডারেটর জহির জয় ।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ক্লাস লাইভ হবেনা। কোন বিজনেস করছে না কিন্তু মারাত্তক আগ্রহী এমন মানুষগুলোকে নিয়ে, ১ জুলাই হতে শুরু হতে যওয়া, IS OF WE এর এই উদ্যােক্তার দরজা প্রোগ্রামঃ এই প্রোগ্রামের এক মাসের সম্ভাব্য সূচী হলো-

১. উদ্দ্যােক্তা কি, সুবিধা অসুবিধা। ট্রেড লাইসেন্স।

২. কিভাবে পোস্ট করলে ভালো হয়, প্রেজেন্টেশান এর গুরুত্ত।

৩. উদ্দ্যােক্তা হতে পারিবারিক বাধা ও অপসারনের উপায় সমুহ। আমরা নারী, আমরাই পারি বিষয়ক মোটিভেশ্নাল স্পিকিং।

৪. কি কি পন্য আপনি নতুন উদ্দ্যােক্তা হতে বেছে নিতে পারেন।

৫. ইংরেজি শেখার গুরুত্ত ও কিছু সহজ উপায়।

৬. উদ্দ্যােক্তা জীবনে লেগে থাকার মুলমন্ত্র।

৭. অনলাইন পেজ কিভাবে নিজেই সুন্দর করে খুলতে পারেন ও এর গুরুত্ত।

৮. ওয়েবসাইট ও গ্রাফিক্স নিয়ে ধারনা ও গুরুত্ত।

৯. পাটপন্য নিয়ে আলোচনা.

১০. ফরেন বিজনেস পদ্ধতি ও সামারি আলোচনা।

১১. লাইফ এ সবকিছুতে ভ্যালু এড এর গুরুত্ত ও প্রয়জনীয়তা।

IS OF WE এর পক্ষ থেকে এই প্রশিক্ষণ সবার জন্য ফ্রি করা হয়েছে। ইহা IS OF WE এর একটি সেবা কার্যক্রমের অংশ মাত্র।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close