প্রতিযোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা নারী উদ্যোক্তা খোঁজে গ্রুপে
স্টাফ রিপোর্টার :: সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটতে যাচ্ছে গ্রুপের প্রতিষ্ঠাতা উর্মি রহমানের তত্ত্বাবধানে।
এর আগে বাংলাদেশের কোনো গ্রুপ কখনই এমনটা ভাবে নি। এই নতুন উদ্যোগ হচ্ছে নিউ ডিজাইনার এন্ড ডিজাইন প্রতিযোগিতার আয়োজন।
মোট তিনটি থিমের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, একজন প্রতিযোগি ২ টা করে নুতন, ইউনিক এবং অথেনটিক ডিজাইন জমা দিবেন।
অনেকেই ভাবছে প্রতিযোগিতায় নতুনত্ব কি আছে!!!
নতুনত্ব আছে কারন এখানে যারা অংশগ্রহণ করেছেন মোট ৩৭ জনের অলরেডি আলাদা করে গ্রুমিং শুরু হয়েছে Is of we classroom নামে একটা আলাদা ফেসবুক গ্রুপ এ।
এখান থেকে তাদের শেখার সুযোগটা পুরোটাই আছে। গ্রুপের একজন এডমিন অদিতি হাফিজ শর্মী গতকাল একটা চমৎকার সেশন নিয়েছিলেন ডিজাইনের উপর, ফিউশনের উপর।
এবং গ্রুপের একজন মডারেটর ফেরদৌসী নিসা টেক্সটাইলের একজন প্রাক্তন ছাত্রী। তিনি এই বিষয়ে ক্লাস নিয়ে অনেক কিছুই শিখিয়ে দিবে প্রতিযোগীদের।
গ্রুপ মডারেটর রোজিনা হোসেন বলেন, গ্রুপ থেকে নতুন উদ্যোক্তাদের যেকোনো উদ্যোগ তাদের উদ্যোক্তা জীবনে নতুন কিছু যোগ করতে সর্বদা সচেতন। তাই IS OF WE গ্রুপের সুযোগ গুলোকে দায়সাড়া ভাবার কোনো সুযোগ নেই। গ্রুপে নতুন যোগ করেও অন্য সবার চেয়ে অল্প সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ এটি বলতে পারেন।
সামনের দিনগুলোতে গ্রুমিংয়ের মাধ্যমে গড়ে ওঠা আত্মবিশ্বাসী উদ্যোক্তার দেখার অপেক্ষায় আছে সবাই।
IS OF WE গ্রুপের এডমিন উর্মি রহমান উদ্যোক্তাদের সহায়তা করতে সবসময়ই তৎপর। তিনি এই জায়গাটায় সময় দেওয়ার সময় নিজের একটা ব্যবসায়ী উদ্যোগ বাংগালীর কথা পর্যন্ত ভুলে যান।
IS OF WE গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন উর্মি রহমান বলেন তিনি নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন গ্রুপটির সব রকমের নতুন কিংবা পুরাতন উদ্যোক্তাদের পাশে দাড়াতে।