করোনা আপডেটদেশ আমার

ভোলায় মাস্ক না পরায় ১০ জনের জরিমানা

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে  জনসমাগম ও সামাজিক দূরত্ব  মেনে চলতে দ্বীপ জেলা ভোলায় নৌবাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বৃহস্পতিবার দুপুরে থেকে নৌ বাহিনীর দুটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়। অপরদিকে মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান,  ভোলায় জনগণকে সচেতন করতে ইতোমধ্যে নৌবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় দুটি কন্টিনজেন্ট এসেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছে।

অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে ভোলা বাংলাবাজার এলাকায়  করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় ১০ জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close