আইন-আদালতজাতীয়রাজনীতি

মুক্তি পাবেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

দুই শর্তে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার গুলশানে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দুই শর্ত হলো- দেশ ত্যাগ করা যাবে না এবং গুলশানের বাসা থেকে চিকিৎসা নিতে হবে।

আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার বয়স এবং মানবিকতা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী জানান, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি তার মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই বছরে তিনি আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close