সংবাদ বিজ্ঞপ্তিঃঃ লকডাউন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহোদয় সরকারি সফরে আগামী ২৫ ও ২৬ আগস্ট ২০২১ মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুরের উন্নয়ন প্রকল্পগুলোর চলমান অগ্রগতির পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই ও বিশ্লেষণে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা থেকে তথ্য- উপাত্ত নেওয়া ও এলাকার মাঠ অভিজ্ঞতা শোনার জন্য এই সফরে যাচ্ছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তিনি কোনো জনসমাবেশে অংশ নিবেন না। তবে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তাদের পরামর্শ গ্রহণে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আলোচনায় মিলিত হতে পারেন।
ইতোমধ্যে ব্যক্তিগত সাক্ষাতে মিডিয়া ও টেলিফোনে চাঁদপুর জেলা বিশেষ করে মতলব উপজেলার জনগণের অভিনন্দন, শুভেচ্ছা ব্যাপক ভাবে লাভ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহোদয়।
প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাতে ও বিভিন্ন মিডিয়ায় যে অভিনন্দন এবং শুভেচ্ছা লাভ করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে উল্লিখিত সফরে কোনো রকম মটর শোভাযাত্রা, গেট নির্মাণ করা যাবে না এবং একই সঙ্গে শারীরিক দুরত্ব বজায় রাখার স্বার্থে কোনো পুষ্পমাল্য গ্রহণ করতে পারবেন না।
এ বিষয়ে তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। আশা করি শুভাকাঙ্ক্ষীগণ বিষয়টি অনুধাবন করবেন।
করোনা পরিস্থিতির উন্নতি হলে চাঁদপুরের সকল উপজেলার জনগণের সঙ্গে ক্রমান্বয়ে সকলের সাথেই মিলিত হবেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।