করোনা আপডেটজাতীয়টপ নিউজ

করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

স্টাফ রিপোর্টার :: দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন।

নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বুধবার এ তথ্য জানিয়েছেন।

করোনায় দেশে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৭৬টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৫০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ২৬ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১২ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২৯ শতাংশ।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close