উদ্যোক্তাদের খবরটপ নিউজ

IS OF WE এর উদ্যোক্তাদের প্রশংসায় স্বনামধন্য ডিজাইনার বিবি রাসেল

আল জাবেদ সরকার :: নারী উদ্যোক্তার খোঁজে (In search of women entrepreneur) গ্রুপের উদ্যোগে গ্রুপে চলছে নিউ ডিজাইন এবং ডিজাইনার প্রতিযোগিতা ২০২০।

এখানে তিনটা থিম নিয়ে প্রতিযোগীরা কাজ করেছে। গামছা জামদানি ব্লক – বাটিক প্রতিযোগীদের জন্য আলাদা ক্লাসরুম তৈরী করে সেখানে গ্রুমিং করিয়েছেন গ্রুপের প্রতিষ্ঠাতা উর্মি রহমান, এডমিন অদিতি হাফিজ শর্মী এবং যুগ্ম আহবায়ক ফেরদৌসী রহমান।

গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বনামধন্য এবং খ্যাতিমান ডিজাইনার উদ্যোক্তার রোল মডেল বিবি রাসেল। তিনি নিজে সবার ডিজাইন দেখেছেন এবং প্রশংসা করেছেন।

আজ রবিবার দুপুরে বিবি রাসেল নারী উদ্যোক্তার খোঁজে (In search of women entrepreneur) গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন উর্মি রহমান এবং এড. আসাদুজ্জামান দুর্জয় ওনার অফিসে দেখা করেন। এবং নিউ ডিজাইন এবং ডিজাইনার প্রতিযোগিতা ২০২০ এর প্রতিযোগিদের করা ডিজাইন গুলো দেখেন এবং পাশে থেকে পরামর্শ দেন বিশ্বের সনামধন্য এই ডিজাইনার। একইসাথে প্রতিযোগিদের করা ডিজাইন গুলো দেখে অনেক প্রশংসা করেন।

এই সংকটের সময় তিনি নিজের অফিসে নারী উদ্যোক্তা খোঁজে গ্রুপের সদস্যদের জন্য সময় বের করেছেন সেজন্য প্রতিষ্ঠাতা উর্মি রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রখ্যাত ডিজাইনার বিবি রাসেলের সাথে সাক্ষাৎ এবং ডিজাইন প্রদর্শন গ্রুপের উদ্যোক্তাদের আরো বেশী উৎসাহিত করে তুলেছে। দেশীয় পণ্যের অগ্রগতি হোক সবার এই প্রত্যাশা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close